৭ অক্টোবর শুরু বাংলাদেশের বিশ্বকাপ, ছয়টি ভেন্যুতে ম্যাচ
৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের ২০২৩ সালের বিশ্বকাপ। ধর্মশালা ছাড়াও চেন্নাই, পুনে, মুম্বাই, কলকাতা ও দিল্লি—ভারতে এ ছয়টি ভেন্যুতে গ্রুপপর্বের ৯টি ম্যাচ খেলবে বাংলাদেশ। আজ ২০২৩ বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি।
ধর্মশালায় আফগানিস্তানের পর বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষেও খেলবে বাংলাদেশ। এ ছাড়া পুনে ও কলকাতাতেও আছে দুটি করে ম্যাচ। পুনেতে ১৯ অক্টোবর স্বাগতিক ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ, এরপর ১২ নভেম্বর গ্রুপপর্বে তাদের শেষ ম্যাচে এ মাঠেই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
শুধু অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি হবে দিনে, শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০-৩০ মিনিটে। বাকি ম্যাচগুলো দিবা-রাত্রির, যেগুলো শুরু হবে বেলা ২-৩০ মিনিটে।
কলকাতায় বাংলাদেশের প্রথম ম্যাচ ২৮ অক্টোবর। সেখানে প্রতিপক্ষ জিম্বাবুয়েতে এখন হওয়া বিশ্বকাপ বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল। কলকাতায় বাংলাদেশ খেলবে পাকিস্তানের বিপক্ষেও।
বাছাইপর্ব পেরিয়ে আসা আরেকটি দলের সঙ্গে বাংলাদেশ খেলবে দিল্লিতে। এ ছাড়া চেন্নাই, মুম্বাইয়েও একটি করে ম্যাচ আছে বাংলাদেশের। তিনে থেকে বিশ্বকাপ সুপার লিগ শেষ করা বাংলাদেশ ভারত বিশ্বকাপে খেলছে সরাসরি।
২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের সূচি
তারিখ | প্রতিপক্ষ | ভেন্যু |
৭ অক্টোবর | আফগানিস্তান | ধর্মশালা |
১০ অক্টোবর | ইংল্যান্ড | ধর্মশালা |
১৪ অক্টোবর | নিউজিল্যান্ড | চেন্নাই |
১৯ অক্টোবর | ভারত | পুনে |
২৪ অক্টোবর | দক্ষিণ আফ্রিকা | মুম্বাই |
২৮ অক্টোবর | বাছাইপর্ব ১ | কলকাতা |
৩১ অক্টোবর | পাকিস্তান | কলকাতা |
৬ নভেম্বর | বাছাইপর্ব ২ | দিল্লি |
১২ নভেম্বর | অস্ট্রেলিয়া | পুনে |
১০ দলের এ টুর্নামেন্ট হবে ১০টি ভেন্যুতে। ৫ অক্টোবর আহমেদাবাদে গতবারের ফাইনাল খেলা দুই দল ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ। টুর্নামেন্ট চলবে ৪৬ দিন। ১৫ নভেম্বর মুম্বাই ও ১৬ নভেম্বর কলকাতায় হবে দুটি সেমিফাইনাল। ১৯ নভেম্বর আহমেদাবাদে হবে ফাইনাল। টুর্নামেন্ট শুরুর আগে হায়দরাবাদ, থিরুভানান্থাপুরাম ও গুয়াহাটিতে হবে প্রস্তুতি ম্যাচ। যেগুলো হবে ২৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবরের মধ্যে। |